ডেস্ক নিউজ: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের পাঁচ মাস পূর্ণ হলো। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের পর তিনি পদত্যাগ করেন এবং দেশ ছাড়তে বাধ্য হন। সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে “মার্চ টু ঢাকা” কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। এতে দেশের সর্বস্তরের ছাত্র-জনতা ঢাকার পথে নামে। গণভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে তাদের এই পদযাত্রা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিরোধ ভেদ করতে সক্ষম হয়। ফলে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
জুলাই মাসে ছাত্র-জনতার ওপর সহিংস নির্যাতন ও হত্যার অভিযোগসহ বিভিন্ন মামলায় বর্তমানে তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। ডিসেম্বরের শেষদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে একটি চিঠি প্রেরণ করে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আলোচনা করেছে, এখনো ফেরত পাঠানোর ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। ঢাকার পক্ষ থেকে দিল্লির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করা হচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।