মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি)
হাটহাজারী পৌরসভা মনোরম পরিবেশে অবস্থিত মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠান ৫ জানুয়ারী রবিবার দুপুর ১ টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার। উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার। সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল হাসেম, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, সিনিয়র সহকারী শিক্ষিকা নাহিদা আক্তার, সহকারী শিক্ষিকা নুসরাতুল হক, সহকারী শিক্ষক মোঃ আবু রায়হান, সহকারী শিক্ষক একরামুল হক, সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল করিম, সহকারী শিক্ষক মোঃ সিরাজুদ্দৌলা, সহকারী শিক্ষক মোঃ আমিনুল হক, সহকারী শিক্ষক মোঃ রাকিব উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ আবু তৈয়ব, সহকারী শিক্ষিকা অর্পিতা সেন।
এদিকে নতুন বছরের নতুন শ্রেণির বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের শেষ নেই। নবম শ্রেণির ছাত্র মোঃ আল আমিন বলেন,আমরা বিগত ৩ বছর আমাদের প্রিয় এই বিদ্যালয়ে পড়ালেখা করেছি এবং আমাদের পরীক্ষার ফলাফল ভালো হয়েছে বর্তমানে নবম শ্রেণির বই হাতে পেয়ে আমার খুব আনন্দ লাগছে। এছাড়া আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক আমাদের প্রতি খুব আন্তরিক আমাদের পড়াশোনার প্রতি খুবই যত্নবান আমাদের শিক্ষকগণ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।