মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁর রাণীনগরে সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অসহায় মানুষের পাশে আমরা স্লোগানকে সামনে রেখে উপজেলার সিম্বা স্ট্যান্ডে অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় শতাধীক নবজাতক শিশু ও বিভিন্ন বয়সিদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আজ সোমবার(৬জানুয়ারি) সকাল ১০টা থেকে চিকিৎসা সেবা শুরু করা হয়। এসময় ক্যাম্পে নবজাতক শিশুদের চিকিৎসা, ডাক্তারের পরামর্শ, ডায়াবেটিকস নির্ণয়, ব্লাড গ্রুপ নির্ণয় এবং ব্লাড প্রেশার নির্ণয় করা হয়। ক্যাম্পে নবজাতক শিশুদের চিকিৎসা প্রদান করেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: রায়হানুল ইসলাম।
মাহবুবে শহিদ (সবুজ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য সামিউল বারী, রবিউল ইসলাম রবিন, মশিউর রহমান, রনি হালদার, রাশেকুল ইসলাম, মোদাসসির হোসেন ও একে এম রেদয়ান হোসেন এবং স্থানীয়দের মধ্যে গ্রাম্য চিকিৎসক জামিল ইসলাম, ফায়জুল্লা খাঁন উজ্জল ও নাজমুল হক স্বপন প্রমুখ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।