মোঃমাকসুদ আলম(লালমোহন প্রতিনিধি)
ভোলার বোরহানউদ্দিনের বাটামারা ইউনিয়নে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়। এতে দুইজন পুলিশ আহত হয়।গুরুতর আহত পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) আলমাস ও নুরুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে (৪০) ধরতে উপজেলার বাটামারা ইউনিয়নের তার বাড়িতে অভিযান চালান এএসআই আলমাস ও নুরুল ইসলাম। এ সময় আসামির স্বজনেরা তাদের ওপর অতর্কিত হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। একই সঙ্গে ওই দুই পুলিশ সদস্যকে এলোপাতারি মারধর ও ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে। তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।