মোহাম্মদ মামুন উদ্দিন (উপজেলা প্রতিনিধি): শীতবস্ত্রের অভাব, ঠান্ডাজনিত রোগ, এবং কর্মসংস্থান সংকটে বিপর্যস্ত দরিদ্র জনগোষ্ঠী
হাতিয়া, নোয়াখালী: শীতের প্রকোপে তীব্র কষ্টে দিন কাটাচ্ছে সমাজের নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড ঠাণ্ডায় শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে থাকা মানুষগুলো অসহায় হয়ে পড়েছে।
স্থানীয়ভাবে দেখা গেছে, বেশিরভাগ পরিবারের শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত অসুখে ভুগছে। ঠান্ডা বাতাস ও তীব্র কুয়াশার কারণে অনেকেই নিউমোনিয়া, সর্দি-কাশি, এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দিনমজুর বলেন, "সারাদিন খেটে যা পাই, তা দিয়েই খাবার জোটানো কষ্টকর। শীতবস্ত্র কিনব কীভাবে?"
এদিকে, শীতের সময়কালে কাজের সুযোগও কমে যায়। এতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে যায়। অনেকেই পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন।
সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রম এখনো সঠিকভাবে শুরু হয়নি। ফলে নিম্নবিত্ত মানুষেরা সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বলছে, "সমস্যা মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।"
বিশেষজ্ঞরা মনে করেন, শীতকালীন দুর্ভোগ মোকাবিলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাড়ানো, অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন, এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করা জরুরি।
প্রতিবেদক:
মোহাম্মদ মামুন উদ্দিন
উপজেলা প্রতিনিধি
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।