মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি) : আগামী ১০/ জানুয়ারী থেকে ১২/ জানুয়ারী সকাল ১০টা থেকে রাত ০৮ ঘটিকা পর্যন্ত- শ্রীমঙ্গল উপজেলা,
কাকিয়াছড়া,চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ নামে মেলার আয়োজন করা হয়েছে।
উৎসবে থাকবে,
সওরা নৃত্য ও চড়ইয়া নৃত্য, খাসিয়াদের খাড়ি নৃত্য, রিকিয়াসনদের লাঠি নৃত্য, বাড়াইকদের ঝুমুর নৃত্য, কন্দদের কুই নৃত্য, রাজবল্ববদের উড়িয়া নৃত্য, ভূঁইয়াদের ভূঁইয়া গীত, সাঁওতালদের লাগড়ে নৃত্য, ওরাওদের ওরাও নৃত্য,গড়াইতদের গড়াইত নৃত্য, মুন্ডদের মুন্ডারি নৃত্য, কুর্মীদের কুরমালি নৃত্য, ভূমিজদের ভূমিজ নৃত্য, বুনারাজিদের উড়িয়া ভজন, লোহারদের ভুজপুরি রামায়ন কীর্তন,গঞ্জুদের গঞ্জু নৃত্য, কড়াদের কড়া নৃত্য,খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক ডিয়া কেরছা ও মালা পরিধানের, মাধ্যমে নাচ-গান, তীর-ধনুক প্রতিযোগিতা, সীয়াট বাটু গুলতি দিয়ে খেলা,কিউ থেনেং তৈলাক্ত বাঁশে উঠার প্রতিযোগিতা, ত্রিপুরা জনগোষ্ঠীর কাথারক নৃত্য, বেসু নৃত্য, জুম নৃত্য, গ্যারি পুজা, ক্যার পুজা, নক থাপেং মা পূজা, কাদং (রনপা), গারো জনগোষ্ঠীর জুম নৃত্য, আমোয়দেব পুজা, গ্রীক্কা নাচ মল্লযুদ্ধ, চাওয়ারী সিক্কা-জামাই-বৌ নির্বাচন,চাম্বিল নাচ-বানর নৃত্য, মান্দি নাচ, রে রে গান, সেরেনজিং প্রেম কাহিনীর গান,মণিপুরী জনগোষ্ঠীর রাসলীলা নৃত্য, পুং চলোম নৃত্য ঢোল নৃত্য, রাধাকৃষ্ণ নৃত্য, এবং সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য প্রদর্শন করা হবে,
এছাড়াও খাসিয়া জনগোষ্ঠীর পান নিয়ে লাইভ পরিবেশনা, ত্রিপুরাদের কোমর তাঁত, মণিপুরীদের লাইভ তাঁত, চা ও রাবার প্রসেসিং, হোমস্টে, কুমারদের লাইভ মাটির জিনিসপত্র প্রস্তুত করা থাকছে উৎসবের অন্যতম আকর্ষণ।
আপনরা সবাই আমন্ত্রিত,
আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান ও পর্যাটন মন্ত্রণালয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।