আসিদুল ইসলাম (অনলাইন রিপোর্টার):
গেল ১০ জানুয়ারি ( রোজ শুক্রবার) দুপুর ২ ঘটিকায় রামু থানার অন্তগত টেকনাফ-কক্সবাজারের উত্তর খুনিয়া পালং ইউনিয়ন ৩নং ওয়ার্ড স্কুল পাহাড় সংলগ্ন হাইওয়ে রোডে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে ২ যাত্রী সহ সিএনজি চালক নিহত হয়েছেন।
এলাকাবাসী দাওয়া করে ট্রাকটি আটক করলেও আটক করতে পারেনি ড্রাইভারকে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় ও ডেডবডি গুলো উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হসপিটালের মর্গে পেরণ করা হয় । পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানাযায়নি, পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।