সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে হাসপাতালের বার্ন ইউনিট থেকে তাকে প্রথমে আনসার সদস্যরা ধরে ফেলে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
হাসপাতাল ও পুলিশের তথ্য অনুযায়ী, ডালিয়া নিজেকে রোগীর অভিভাবক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসকের সাথে কথা বলার সময় ইংরেজিতে ভুলভাল কথা বলছিলেন। এতে কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, তিনি আসলে কোনো চিকিৎসক নন।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মামলা দায়ের করেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।