গোয়াইনঘাট প্রতিনিধি :দেশের ভয়াবহ পিলখানা বিডিআর বিদ্রোহ মামলায় নামের মিল থাকায় নিরপরাধ সিপাহির সাজা সেই প্রসঙ্গে সিপাহী মোঃ হারুন মিয়ার বাবা জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বিডিআর হত্যাকান্ড ২০০৯ খ্রিস্টাব্দ,ঢাকা ব্যাটলিয়ন (৫বিজিবি) পিলখানা ঢাকা-১২০২ বরারে একটি দরখাস্ত করেন,
সিপাহীর বাবা সিদ্দিক মিয়া জানান,আমার ছেলে
৭৮০৬৭ সিপাহী হারুন মিয়া,১২ ব্যাটেলিয়ান রাজনগর হাঙ্গামাটি সংযুক্ত রাইফেলস ক্রীড়া বোর্ড (RSB) পিলখানা ঢাকায় গত ১০ অক্টোবর ২০০৮ তারিখ তীর ধনুক খেলার জন্য রাঙ্গামাটি হতে (RSB) পিলখানা ঢাকায় আসে। গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারী ২০০৯ তারিখ ঘটনার পর ২২ শে মার্চ ২০০৯ তারিখ সিআইডি কর্তৃক গ্রেফতার হয়। পরবর্তীতে আমার ছেলেকে হত্যা মামলার আসামি করা হয় আসামি নাম্বার ২৭৪। হত্যা মামলার আসামির মধ্যে তিনজনের নাম উল্লেখ করছি যারা আমার ছেলের সাথের (RSB) এর সৈনিক। আসামি নং ২৭২ সিপাহী রাশেদুল ইসলাম আসামি নং ২৭৩ মোশারফ হোসেন আসামি নং ২৭৪ সিপাহী হারুন মিয়া (আমার ছেলে) ও আসামি নং ২৭৫ সিপাহী তারিকুল ইসলাম। ওরা চার জন একদিনে গ্রেফতার একদিনের রিমান্ড একই রকম অভিযোগ আসামি নাম্বার ও পাশাপাশি। রায়ের আগ পর্যন্ত মামলার যত কাগজপত্র রয়েছে চার জনের একই রকম। তাহলে রায়তো একই রকম হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলের যাবজ্জীবন সাজা হয় আর ওরা তিনজন খালাস পায় ওদের নামে কোন সাক্ষী নাই আমার ছেলের নামেও কোনো সাক্ষী নাই। রায়ের পরে রায়ের কাগজ সংগ্রহ করে দেখি। মেজর ইশতিয়াক আহমেদ খান ২৪ ব্যাটালিয়নের চালক হারুনের নামে সাক্ষ্য দিয়েছে। মেজর ইশতিয়াক আহমেদ খান ২৪ ব্যাটেলিয়নের অফিসার তিনি তার গাড়ির চালক হারুনের নামে সাক্ষী দিয়েছে। সেই সাক্ষর রেফারেন্স আমার ছেলেকে সাজা দিয়েছে। আমার ছেলে ১২ ব্যাটেলিয়ানের সিপাহী হারুন বাড়ি গোয়াইনঘাট, সিলেট। সাক্ষী তার জবানবন্দীতে বলেছে আমি হারুন কে ভালোভাবে চিনি ২৪ ব্যাটালিয়নের চালক তার বাড়ি পৈলকুপা। উক্ত হারুনের আসামি নং ৬৫ রেজিমেন্ট নাম্বার ৬৭৫৪০ চালক হারুন ২৪ ব্যাটালিয়ন তায় বাড়ি শৈলকূপা, ঝিনাইদহ। আমার ছেলের আসামী নং ২৭৪ রেজিমেন্ট নাম্বার ৭৮০৬৭ সিপাহী হারুন ১২ ব্যাটেলিয়ান তার বাড়ি ভিত্রিখেল হাওর, গোয়াইনঘাট, সিলেট।
সিপাহী হারুনের পিতা,মাতা জানান,আমাদের একমাত্র ছেলে সন্তান ওর জন্য দীর্ঘ ১৬ বছর কাঁদতে কাঁদতে আমরা অসুস্হ হয়ে পড়েছি। এখন আল্লাহ ছাড়া আমাদের আর দেখার কেউ নেই। তাই উপরোক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে সিপাহী হারুন কে তাদের বুকে ফিরে পেতে ও দেশ মাতৃকার সীমান্ত পাহারা দেবার মহান দায়িত্ব পালন করার সুযোগ দিতে অনুরোধ জানান,
তার সাথে দেশবাসীর কাছে দোয়া চান যাতে সিপাহী হারুন পুনরায় দেশের সেবার নিয়োজিত হতে পারে,
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।