মোঃ ইব্রাহিম হাওলাদার, (পিরোজপুর জেলা অনলাইন রিপোর্টার) নেছারাবাদ উপজেলার গুহারাখা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দুটি ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষ চরম বিপদ ও দুর্ভোগে পড়েছেন।
জানা গেছে, গুহারাখা ইউনিয়নের এই দুটি ব্রিজ অসংখ্য মানুষ ব্যবহার করেন। এর পাশেই দুটি স্কুল রয়েছে—একটি একে ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় এবং অপরটি সদরগঞ্জ বালিকা বিদ্যালয়। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হয়ে স্কুলে যেতে হয়। ফলে প্রতিনিয়ত তাদের জীবনের ঝুঁকি নিতে হচ্ছে।
এছাড়া স্থানীয় বাজারে যাতায়াতের ক্ষেত্রেও এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। দূর-দূরান্ত থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে যাতায়াতের সময় ইজিবাইক ও অটোরিকশা চালকদের জন্যও এই ব্রিজ বড় সমস্যা তৈরি করছে।
ইজিবাইক ও অটোরিকশা শ্রমিকরা জানিয়েছেন, "আমরা যেকোনো মুহূর্তে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। ব্রিজের বর্তমান অবস্থা ভয়াবহ। দ্রুত এটি সংস্কার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।"
এলাকাবাসী প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, "আমরা ভয়াবহ বিপদে আছি। দ্রুত পদক্ষেপ নিয়ে এই ব্রিজ সংস্কার করে আমাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিন।"
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।