এখনো দিব্যি আছি
মোঃ মিলন হক
এখনো দিব্যি আছি !
তোমার অবহেলা কারণে,এখনো দিব্যি আছি।
তোমার শূণ্যতা ইটের ভাটার মতো পোড়ায় ,
তবু ও এখনো দিব্যি আছি ।
মন থেকে মরে গিয়েও, এখনো দিব্যি আছি ।
নক্ষত্রের মতো তোমার অভাবে ঝড়ে পড়ি নি,
এখনো দিব্যি আছি ।
ভালো থাকার অভিনয় মঞ্চে মঞ্চায়িত করার জন্য, এখনো দিব্যি আছি ।
স্বার্থের দুনিয়ায় বার বার তোমাকে মনে পড়ে, তবুও এখনো দিব্যি আছি ।
স্রোতের জোয়ারে গা ভাসিয়ে তোমাকে ছাড়াই, এখনো দিব্যি আছি ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।