ভুলতে পারি না কোন মতে
মোঃ মিলন হক
এই পৃথিবীর সহস্র মানুষের ভীড়ে,
প্রতি মুহুর্তে তোমাকে মনে পড়ে।
ভুলতে পারি না কোন মতে।
তুমি আছো পৃথিবীর এক মেরুতে,
আমি আছি অন্য মেরুতে
তবুও ;তোমার ছবি হৃদয়ে বিরাজ
করে ,সুপ্ত বীজের মতো।
ভুলতে পারি না কোন মতে।
তুমি আমার অবুঝ মনকে,
দুঃখে নিমজ্জিত করে;
তুমি আছ সুখের সাগরে ,
ভুলতে পারি না কোন মতে।
তুমি মনে আছো ; প্রদীপের শিখার মতো,
সর্বদা মনের মধ্যে প্রজ্জ্বলিত।
ভুলতে পারি না কোন মতে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।