প্রিয়তমের কণ্ঠ
মো: মিলন হক
জনতার স্রোতের ভীড়ে মারুতে,একটি কণ্ঠ তীব্রভাবে কর্ণে ভেসে এলো ।
কণ্ঠের মধুর অতলস্পর্শী কাতর বাণী
শুনার লাগি কর্ণপাত করি।
মনে হলো এ যেনো সুধা কণ্ঠের সেই সুর !
যার প্রতিটি পঙ্ক্তি মনের গহীনে,
গভীর রেখাপাত করে দীপ্তিমান।
যাকে আমি হারিয়ে ফেলেছি;
সময়ের অতল গহ্বরে ।
সময়ের জোয়ারে ভেসে গেছে,
অন্য কারো মন পাড়ায় ।
এই মধুময় সুধা কণ্ঠ
আমার হারিয়ে যাওয়া সেই প্রিয়তমের কণ্ঠ !
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।