শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)
১৯ জানুয়ারি (রবিবার) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে বিএনপির মূল দলের ওয়ার্ড নির্বাচনের আয়োজন করা হয়
বাগেরহাট ৩ আসনের নির্বাচনের দায়িত্বে থাকা বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল ইসলাম গোরার তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ সকাল ১০টায় শুরু হয়ে বেলা তিনটায় শেষ হয় মোঃ কামরুল ইসলাম গোরা উক্ত স্থানে ভোট গ্রহন শুরু করেন এবং শেষ হওয়া পর্যন্ত উপস্থিত থেকে নির্বাচনের ফল প্রকাশ করেন।
তার আগে তিনি চিলা ইউনিয়নের বিভিন্ন নির্বাচনীয় কেন্দ্র পরিদর্শন করেন। তখন তার সাথে ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক জাকির হোসেন ঝংকার এবং আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ন-আহবায়ক আমিনুল ইসলাম (মিঠু ফকির)
মিঠু ফকিরের নেতৃত্বে একটি দল নির্বাচনীয় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
আর ও উপস্থিত ছিলেন (সাংবাদিক) শেখ মহিউদ্দিন ও ক্যান্ডিডেট চিলা ইউনিয়ন যুবদল।
চিলা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বিএনপির মূল দলের ওয়ার্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড নির্বাচনে ভোটের মাধ্যমে নব-নির্বাচিত প্রার্থীরা হলেন।
চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে
(সভাপতি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদুল হাওলাদার। (সিনিয়র সহ-সভাপতি) মোহাম্মদ রুস্তম আলী শেখ। (সহ-সভাপতি) মোহাম্মদ জামাল শেখ।
(সাধারণ সম্পাদক) মোহাম্মদ মারুফ মুসল্লী।
(সহ-সাধারণ সম্পাদক) মোহাম্মদ আউয়াল শেখ।
(সাংগঠনিক সম্পাদক) মোহাম্মদ বাবুল ইজারাদার।
(সহ-সাংগঠনিক সম্পাদক)
মোহাম্মদ লুৎফর রহমান শেখ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।