সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
সরকার চালের বাজারে সিন্ডিকেট চিহ্নিত করতে এখনও সক্ষম হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তার মতে, সিন্ডিকেট ভাঙতে না পারার কারণেই চালের বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিদর্শনের পর তিনি এ কথা জানান।
উপদেষ্টা আরও জানান, চিকন চালের দাম বাড়লেও মোটাচালের দামে কিছুটা স্থিতিশীলতা এসেছে। বন্যার ক্ষতির অজুহাত তুলে কিছু ব্যবসায়ী চালের দাম বাড়ানোর চেষ্টা করছেন, যা মোকাবিলায় সরকার প্রচুর পরিমাণে চাল আমদানি করছে।
অন্যদিকে, বিমান সংক্রান্ত বোমা আতঙ্কের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করে তিনি জানান, এই ধরনের গুজব ছড়ানোর সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও র্যাবের নতুন পোশাক প্রসঙ্গে কোনো বিতর্কে না গিয়ে তিনি বলেন, শুধু বাহ্যিক পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন মনের এবং মানসিকতার পরিবর্তন। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও তিনি জোর দেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।