মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)নোয়াখালীর হাতিয়া উপজেলার আফাজিয়া বাজার নলছিরা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তেলের দোকানসহ বেশ কিছু দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডটি গভীর রাতে শুরু হয়। বাজারের তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে আশপাশের দোকানগুলোও দগ্ধ হয়ে যায়।
হাতিয়ার অল্পসংখ্যক ফায়ার সার্ভিস ইউনিট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগে যায়। স্থানীয় জনগণ নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ইউনিটের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা বলেন, "হাতিয়ার মতো বড় একটি উপজেলায় আরও ফায়ার সার্ভিস ইউনিট থাকা অত্যন্ত জরুরি। জরুরি অবস্থায় সাহায্য পেতে আমাদের বড় ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়।"
এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে স্থানীয় প্রশাসন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।