মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁ জেলার খাদ্য ভান্ডার নামে খাদ্য রানীনগর উপজেলা থেকে আনুমানিক ৩ কিলোমিটার পূর্ব দিকে হাতির পুল সংলগ্ন রক্তদহ বিলের উপর গরে উঠেছে নান্দনিক সৌন্দর্যের পর্যটন এলাকা এবং পাখিদের অভয়ারণ্য পাখি পল্লী।
রাণীনগর রেলগেট থেকে অটোরিকশায় করে মাত্র ১০ টাকার পথ পেরুলেই দেখা মিলে রক্তদহ বিলের উপর অবস্থিত এই মন জুড়ানো প্রাকৃতিক এবং কৃত্রিম সৌন্দর্যের পর্যটন কেন্দ্র ও পাখি পল্লীর। রাণীনগর উপজেলার বেশীরভাগ এলাকা মফস্বল গ্রাম অঞ্চলে হওয়াই এখানে নেই কোন সুস্থ বিনোদন ব্যবস্থা । তাছাড়া উপজেলাটিতে কৃষি ভূমি ও ছোট বড় জলাশয়ের আধিক্য থাকায় শীত মৌসুমে বিভিন্ন এলাকা থেকে নানান ধরনের বৈচিত্র্যময় অতিথি পাখির আগমন ঘটে এই অঞ্চলে। বিষয় গুলো মাথায় রেখেই সুযোগ্য রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মানুষের বিনোদনের জন্য যেমন গড়ে তোলেন পর্যটন কেন্দ্র তেমনি আবার গড়ে তোলেন পাখিদের অভয়ারণ্য পাখি পল্লী। প্রতিদিন বিকেল হলেই আশেপাশের অঞ্চলের তরুণ-তরুণী, কিশোর - কিশোরী, বৃদ্ধ- বৃদ্ধার পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই পর্যটন কেন্দ্রটি।
এবিষয়ে মানবিক এবং পাখি প্রেমী জনতার শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাইমেনা শারমীন এর কাছে জানতে চাইলে তিনি জানান আমি যখন যে অঞ্চলে অবস্থান করি তখন সে অঞ্চলে মানুষ এবং সকল সৃষ্টি কূলের জন্য কিছু একটা করার চেষ্টা করি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।