মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি):ভোলার চরফ্যাশনে নিজের খামারে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন রাকিব সর্দার (২৫) নামের এক কিশোর। শনিবার বিকালে দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়েএলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিব সর্দার ওই গ্রামের জাহাঙ্গীর সর্দারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।নিহতের চাচাতো ভাই সুজন সর্দার জানান, শনিবার তার চাচাতো ভাই রাকিব নিজের মৎস্য খামারে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ শিকারে যান। এসময় বৈদ্যুতিক ফাঁদের ছেঁড়া তারে খামারের পানি বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুলারহাট থানার ওসি মো. আফির ইফতেখার জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।