সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তরুণদের নেতৃত্বের প্রয়োজনীয়তার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, "যদি তরুণরা সামনে না আসে, তাহলে দেশে স্বৈরশাসন থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, অন্তত আগামী দশ বছরে।" তিনি মনে করেন, বর্তমান রাজনীতিবিদরা তরুণদের চিন্তাভাবনাকে হুমকি মনে করেন এবং তা দেশ পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে অনুষ্ঠিত "জুলাই গণঅভ্যুত্থান" প্রদর্শনী পরিদর্শনকালে এসব মন্তব্য করেন সারজিস।
প্রজন্মগত চিন্তাধারার পার্থক্য
অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক চিন্তাভাবনায় এক গভীর পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে, এমনটাই বলেন সারজিস। তিনি বলেন, "যারা এখন ক্ষমতায়, তারা শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করে, জনগণের কল্যাণ তাদের কাছে দ্বিতীয় অবস্থানে থাকে। তারা ভেবে দেখে না কে দেশের জন্য ভালো, তারা শুধু ভাবছে, তাদের কাছে কে আস্থাশীল এবং কারা তাদের স্বার্থে কাজ করবে।"
রাজনীতিতে তরুণদের ভূমিকা
রাজনীতিবিদদের তরুণদের জন্য হুমকি মনে করার ব্যাপারে সারজিস বলেন, "এই নতুন প্রজন্মের সংস্কৃতি এবং মনোভাবের সঙ্গে তারা মানিয়ে নিতে পারছে না, তাই তাদের জন্য এটা একটি বিপদের বিষয় হয়ে দাঁড়িয়েছে।" তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে রাজপথে নামুক এমন কিছু নেই, তবে তারা যে দাবি করছে, তা হচ্ছে—সত্যকে সত্য বলা এবং অন্যায়কে মেনে না নেওয়া।"
ভবিষ্যতের নীতিনির্ধারকদের সতর্ক থাকা প্রয়োজন
সারজিস আরও বলেন, "আমাদের উচিত, ভবিষ্যতে যারা সংসদে আসবেন এবং নীতি-নির্ধারণ করবেন, তাদের বিষয়ে সতর্ক থাকা, যেন তারা দেশ ও জনগণের জন্য কাজ করেন, না হয়ে তারা দলীয় স্বার্থে বন্দী হয়ে না পড়েন।"
আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে প্রশ্ন
সারজিস আলম আওয়ামী লীগের ভূমিকাকে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "গণঅভ্যুত্থানের পর সরকারের পতন ঘটানোর পরই আওয়ামী লীগ কীভাবে এত দ্রুত কর্মসূচি ঘোষণা করে? তারা কি জনগণের হত্যার পরেও ন্যায়ের পথে চলবে?" তিনি শেখ হাসিনার দেশে ফিরে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে এমন মন্তব্যও করেন, যা তার বক্তব্যের চরম প্রতিবাদী রূপ।
এই বক্তব্যে সারজিস আলম তরুণদের ভূমিকা জোরালো করে তুলে ধরেছেন, যা রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন দিকের সূচনা বলে প্রতিভাত হচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।