মোঃহাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর)
টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন পৌর ৭নং ওয়ার্ড শেওরাতলী দীর্ঘদিন মামলার পর ফিরে পেলে তাদের জবর দখলকৃত জমি।
বৃহস্পতিবার (৩০ শে জানুয়ারি ২০২৫ইং) সময় ১২:০০ টার দিকে মধুপুর উপজেলাধীন শেওড়াতলী কোর্টের রায় বাস্তবায়নে জজ কোট টাঙ্গাইল এর বিশেষ ড্রিম ডাক ঢোল পিটিয়ে মোহাম্মদ হানি মিয়া (পিতা মৃত ওয়াহেদ আলী )গংকে জমি দখল বুঝিয়ে দেন।
মৃত ওয়াহেদ আলীর ছেলে মোঃ আব্দুল মান্নান জানান দীর্ঘদিন যাবত মোঃ জয়নাল গং আমাদের জমি জবরদখল করার চেষ্টা করে। পরবর্তীতে আমরা ২০১৮ সালে কোটের শরণাপন্ন হই। দীর্ঘদিন মামলা পরিচালনার পর ২০২৩এ আমাদের পক্ষে মামলার রায় আসে। তারপরও তারা আমাদের জমি বেদখল করার চেষ্টা করে। আমাদের জমি দখলে বাদার সম্মুখীন হয়। ফলে আমরা একটি উচ্ছেদ মামলা দায়ের করি। উচ্ছেদ মামলার ধারাবাহিকতায় বেদখলকৃত জমি আজ আমরা ফিরে পেলাম।
মৃত ওয়াহেদ আলীর পরিবার সদস্যরা জানান আমরা ন্যায় বিচার পেয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল কোড কমিশনার, টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ ফোর্স মধুপুর উপজেলা পুলিশের বিশেষ ফোর্স উৎসব জনতা। সিভিল কোড কমিশনার মোঃ আব্বাস আলী গণমাধ্যমকে জানান, কোর্টের রায় বাস্তবায়নে এমন আয়োজন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।