ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সকল দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের অডিট আপত্তি নিষ্পত্তির গতিশীলতা আনয়নের লক্ষ্যে অর্থবছর ভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির হালনাগাদ তথ্য আগামী ০২ (দুই) কর্মদিবসের মধ্যে প্রেরণের নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিধিবদ্ধ নিরীক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব অসীম কুমার কর্মকার কর্তৃক স্বাক্ষরিত এক আদেশ/পত্র সূত্রে এ তথ্য জানা যায়।
প্রসঙ্গত, উউল্লেখিত সকল দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের অডিট আপত্তি নিষ্পত্তির গতিশীলতা আনয়নের লক্ষ্যে অর্থবছর ভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির হালনাগাদ তথ্য প্রেরণের জন্য ২২/০১/২০২৫ ইং তারিখ নির্দেশনা প্রদান করা হয়েছিল। কিন্তু ০২/০২/২০২৫ ইং তারিখ পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। তাই ০২ (দুই) কর্মদিবসের মধ্যে হালনাগাদ তথ্য প্রেরণের জন্য সময়সীমা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নিরীক্ষা ও আইন অনুবিভাগে (ইমেইল: sas.audit@moedu.gov.bd) তথ্য প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।