প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর: বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ
বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দিয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।
বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান, সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন।
প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে নাগরিকরা প্রকৃত অর্থে তাদের অধিকার ফিরে পাবে। অতীতে জনগণ প্রশাসনিক জটিলতা ও অবমাননার শিকার হয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রতিবেদনগুলোর সুপারিশসমূহ জনগণ, রাজনৈতিক দল ও সুশীল সমাজের কাছে উন্মুক্তভাবে উপস্থাপন করা হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংস্কারের এই উদ্যোগ সবাই ইতিবাচকভাবে গ্রহণ করবে এবং সুপারিশ বাস্তবায়নে ঐকমত্য তৈরি হবে। প্রধান উপদেষ্টার মতে, কমিশনের সুপারিশসমূহ দেশের প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে এবং ইতিহাসে তা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।