ভোটাধিকার প্রয়োগ নাগরিকদের মৌলিক অধিকার। আনন্দমুখর পরিবেশ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় নির্বাচনের মতো সমাজসেবা ফোরাম এর ব্যতিক্রমী এই নির্বাচন।
[caption id="attachment_7003" align="aligncenter" width="300"] ছবি: ভোট গ্রহণ চলছে।[/caption]
আজ (৭ ফ্রেব্রুয়ারি) শুক্রবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সমাজসেবা ফোরাম চিৎলীয়া এর ১ম কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।
[caption id="attachment_7002" align="aligncenter" width="300"] ছবি: ভোট দিচ্ছেন কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান।[/caption]
ভোট গ্রহণে দায়িত্বরত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জুনেদ আহমদ ফাহিম, সহকারী প্রধান নির্বাচন কমিশনার মোঃ তারেকুল ইসলাম, নির্বাচন কমিশনার হারিছ আহমেদ, শাকিল পারভেজ শাহেল এবং মোঃ আশরাফ উদ্দিন। উপস্থিত ছিলেন প্রত্যেক অংশগ্রহণকারী প্রার্থীদের এজেন্ট ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।
[caption id="attachment_7007" align="aligncenter" width="300"] ছবি : প্রধান নির্বাচন কমিশনার জুনেদ আহমদ ফাহিম।[/caption]
সভাপতি পদে মোঃ শাহেদ আহমেদ চেয়ার মার্কায়, মোঃ জাবের আলী কলম মার্কায় এবং মাহি আহমদ ফুটবল মার্কা। সাধারণ সম্পাদক পদে মোঃ বেলাল আহমদ তালগাছ মার্কায়, মোঃ মামুনুর রশিদ কাপ পিরিচ মার্কায়, ফারজান উদ্দিন ঘড়ি মার্কায়,এবং জুয়েল আহমদ ফ্যান মার্কা।
[caption id="attachment_7013" align="aligncenter" width="300"] ছবি: মোঃ গিয়াস উদ্দিন, নির্বাচন পরিদর্শক এবং কার্যনির্বাহী পরিষদের সেক্রেটারি।[/caption]
কোষাধ্যক্ষ পদে মোঃ আমির উদ্দিন বিদ্যুতিক বাল্ব মার্কায়, মোঃ শেখ অনিক মোমবাতি মার্কায় এবং জুবের আহমদ মোবাইল মার্কায় নিয়ে এই ব্যতিক্রমী নির্বাচনে অংশ নেন।
[caption id="attachment_7009" align="aligncenter" width="300"] ছবি: ভোট কেন্দ্রের বাহিরে অবস্থান করছেন অধিক আগ্রহে ভোট দিতে আসা ভোটার বৃন্দ।[/caption]
আজ (৭ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৯:৩০ মিনিট হইতে শুরু হলে শেষ হয় সকাল ১১ টায়। মাত্র দেড় ঘণ্টায় সর্বমোট ১২৬ জন (সংগঠনের নিবন্ধিত সদস্য) ভোটার নিয়ে শুরু হয় ভোট গ্রহণ। এর মধ্যে সর্বমোট ৯১ টি ভোট কাস্ট হয়েছে। ৭৩% ভোটার উপস্থিত ছিলেন।
[caption id="attachment_7005" align="aligncenter" width="300"] ছবি : ভোট গণনা চলছে।[/caption]
ভোট গ্রহণ শেষে নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার জুনেদ আহমদ ফাহিম আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে চেয়ার মার্কায় মোঃ শাহেদ আহমেদ সর্বমোট ৬৩ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কায় পেয়েছেন ১৫ টি ভোট। সাধারণ সম্পাদক পদে তালগাছ মার্কায় মোঃ বেলাল আহমদ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজান আহমেদ পেয়েছেন ১৫ টি ভোট। এবং কোষাধ্যক্ষ পদে বিদ্যুতিক বাল্ব মার্কায় মোঃ আমির উদ্দিন ৫৮ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি মার্কায় শেখ অনিক পেয়েছেন ২৪ টি ভোট।
নির্বাচন কমিশনার জুনেদ আহমদ ফাহিম বলেন, বিগত জাতীয় নির্বাচন গুলোতে এইরকম সুষ্ঠু নির্বাচন আমাদের চোখে দেখি নাই। এখানে যারা আজকে সমাজসেবা ফোরামে ভোট কেউই এইরকম সুষ্ঠু নির্বাচন দেখেন নি বলে মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, আমরা যত ধরনের নিরাপত্তা নিশ্চিত করার দরকার সকল নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
[caption id="attachment_7000" align="aligncenter" width="300"] ছবি: ভোট দিচ্ছেন নবনির্বাচিত সভাপতি মোঃ শাহেদ আহমেদ[/caption]
সভাপতি পদে চেয়ার মার্কায় বিজয়ী মোঃ শাহেদ আহমেদ ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, সকল ভোটারদের প্রত্যক্ষ ভোটে মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমাকে সভাপতি পদে নির্বাচিত করায় কৃতজ্ঞ। সমাজসেবা ফোরাম চিৎলীয়া কে সুন্দর সামাজিক সংগঠন করতে পারেন সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
[caption id="attachment_7010" align="aligncenter" width="300"] ছবি: নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বেলাল আহমদ।[/caption]
সাধারণ সম্পাদক পদে তালগাছ মার্কায় বিজয়ী মোঃ বেলাল আহমদ বলেন, প্রথম বারের মত তালগাছ মার্কা নিয়ে প্রার্থী ছিলাম। আপনারা আমার প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না। আমি আমার কাজের মাধ্যমে আপনাদের পাশে সব সময় থাকব বলে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
[caption id="attachment_7001" align="aligncenter" width="300"] ছবি: নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ আমির উদ্দিন[/caption]
কোষাধ্যক্ষ পদে বিদ্যুতিক বাল্ব মার্কায় বিজয়ী মোঃ আমির উদ্দিন বলেন, সমাজসেবা ফোরামের আমার শ্রদ্ধাভাজন ভাইয়েরা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাই। আজকের এই বিজয় শুধু আমার একা হয় নাই আজকের এই বিজয় সমাজ সেবা ফোরামের প্রত্তেকটা সদস্য ভাইদের হয়েছে। আমি আমার পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং উপদেষ্টা মন্ডলীর সকল সিনিয়র ভাইদের কাছে কৃতজ্ঞতা জানাই এত সুন্দর, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন পরিচালনা করার জন্য। একি সাথে আমার ভোটার ভাইদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন তিনি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।