আসিদুল ইসলাম ( অনলাইন রিপোর্টার )
আজ (৬ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার বিকেল ৪.৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে নৌকা ডুবে মা-ছেলে হতাহত হয়েছে। নবীনগর উপজেলা সদরের তিতাস নদীতে এ নৌকাডুবি হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ তিতাস নদীর তীরে এসে ভিড় জমায়। নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর সদর বাজার থেকে একটি মালবোঝাই নৌকা মাত্রাতিরিক্ত সিমেন্ট নিয়ে উপজেলার উরখুলিয়া গ্রামের উদ্দেশে রওনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই নৌকায় করে কয়েকজন পুরুষের সঙ্গে উরখুলিয়া গ্রামের বিউটি বেগম (৩০) ও তার ছেলে হৃদয় (৩) গ্রামে যাচ্ছিলেন। অতিরিক্ত মালবোঝাইয়ের কারণে নৌকাটি তীর ছেড়ে নদীর মাঝখানে গিয়েই ডুবে যায়। সে সময় পুরুষরা সাঁতরে নদীর পাড়ে আসতে সক্ষম হলেও, বিউটি ও তার তিন বছর বয়সী সন্তান নৌকায় আটকা পড়ে।
পরে লোকজন বিউটি বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে পাঠাতে সক্ষম হলেও, শিশুসন্তান হৃদয় কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর পাশের এক নৌকার নিচে হৃদয়ের লাশ ভেসে উঠতে দেখেন উদ্ধারকারীরা। এরপর দ্রুত হৃদয় কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হসপিটালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু হৃদয় কে মৃত ঘোষণা করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।