কলমে: রোকেয়া ইসলাম
বসন্ত ঠিক-ই এসেছে ধরায়
তবুও এলেনা তুমি,
আর কত বসন্ত অপেক্ষা
করবো তোমার জন্য আমি?
শিমুল পলাশ কৃষ্ণচূড়া
ডাল ভরে সব ফোটে।
শুধু তুমি নাই বলে
হাসি নাই মোর ঠোঁটে।
গাছের ডালেও এসেছে
নতুন সতেজ পাতা,
আমার শূন্য মনে ঝরে
আজ বিষাদের ছাতা।
কোকিল ডাকে
দখিনা হাওয়া বয়ে যায়,
তোমার সুরের সানাই
কেন বাজে না হায়?
আকাশও করছে
হাজার রঙের খেলা,
তুমিহীন জমেছে
মনে মেঘের মেলা।
ফাগুনের রঙে
রাঙিয়েছে এই ধরা।
তুমি বিহনে মনে
আমার চৈত্রের খরা!
তুমি ছাড়া বসন্ত
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।