মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি):
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় মর্জিনা বেগম (৬২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মর্জিনা তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের জিয়ানগর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী। তিনি মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পরিবারের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন মর্জিনা বেগম। সকালে বাড়ি থেকে বের হয়ে শালবাহান গড়িয়াগছ এলাকার ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর থেকেই নিখোঁজ হলে খোজাখুজি করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে গড়িয়াগছ গ্রামের স্বাস্থ্যকর্মী (অব.) লুৎফর রহমানের বাড়ির পাশের পুকুরে ওই নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারণা করা হচ্ছে তিনি বাড়ি থেকে বের হয়ে গড়িয়াগছ ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার পথে অসাবধানবশত পুকুরের পানিতে পড়ে যায়। তবে কখন কীভাবে পুকুরে পড়েছেন তা জানা যায়নি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির সন্ধ্যার সময় শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামের একটি পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।