সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পেতে এখন আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। সংশ্লিষ্ট চুক্তিভুক্ত ১৪ দেশের নাগরিকরা মাত্র ১০ মিনিটেই অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনলাইনে অন অ্যারাইভাল ভিসা কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান। উদ্বোধনের পর তিনি বলেন, "এর আগে বিদেশি নাগরিকদের ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতো। এখন সেই সময় কমিয়ে মাত্র ১০ মিনিট করা হয়েছে।"
এই নতুন প্রক্রিয়ায় ইইউ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ১৪ দেশের নাগরিকরা ৩০ দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা পাবেন। পাশাপাশি, পাসপোর্ট ভেরিফিকেশন সহজ করা ও আবেদন প্রক্রিয়ার জটিলতা কমানোর উদ্যোগও নিয়েছে সরকার। যেকোনো সমস্যা হলে ৯৯৯ নম্বরে কল করার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা।
এছাড়া, তিনি জাতিসংঘের সাম্প্রতিক সুপারিশ প্রসঙ্গে বলেন, র্যাব বিলুপ্ত করা, বিজিবিকে সীমান্ত রক্ষার দায়িত্বে রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা কার্যক্রমে সীমাবদ্ধ রাখার বিষয়ে জাতিসংঘের প্রস্তাবকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানিয়েছে। এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।