সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ থেকে উপজেলা অডিটোরিয়াম কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন প্রদর্শনীর উদ্বোধন করেন। সকল স্টল পরিদর্শন শেষে সেরাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। তিনি বলেন, জীবনে সুস্থ থাকতে হলে বৈজ্ঞানিক উপায়ে তৈরি বিভিন্ন নিয়ম মেনে চলতে হবে। স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে নিজেদের সাংসরিক কার্যক্রম পরিচালনা করলেই সুস্থ থাকা সম্ভাব ।
প্রদর্শনীতে কাচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউট, ঢাকা। পানছড়ি উপজেলা কৃষি অফিস, যুব উন্নয়ন অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি সরকারি কলেজ অংশগ্রহণ করেন।
এসময় পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা, উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(ঢাকা) এর সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ সাগিরুল ইসলাম, মোঃ সাদেকুল আজম, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদদীন, উপজেলা খাদ্য কর্মকর্তা কফিল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন প্রমুখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।