সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ির পানছড়িতে সীমান্ত পথে চোরা চালানে আসা ভারতীয় পোষাক ও অবৈধ গোল কাঠ আটক করেছে ৩ বিজিবি লোগাং জোন।
বিজিবি সুত্র জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোন অধিনায়কের পরিকল্পনা ও দিক নির্দেশনায় দায়িত্ব পূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বৌদ্ধমনিপাড়া বিওপি-এলাকায় বিপুল পরিমান ভারতীয় উন্নত মানের গেঞ্জি আটক করা হয় এবং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকা হতে বিভিন্ন সাইজের অবৈধ কাঠ (কনক) আটক করা হয়।
৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া জানান, লোগাং বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে যাতে অবৈধ কাঠ এবং ভারতীয় মালামাল চোরাচালানী হতে না পারে সে জন্য কঠোর নজর দারী বৃদ্ধি সহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।