মোঃ জুয়েল খান (স্টাফ রিপোর্টার গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামে অটো রিক্সার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলের দুই আরোহী হাসপাতালে মারা যান বলে, নিশ্চিত করেছেন তাদের এক বন্ধু। নিহতরা হলেন উপজেলার শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে অনেক মন্ডল(২৪) ও একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)।
নিহত অনিকের বন্ধু মনির হোসেন বলেন, “রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলে করে অনিক ও রিয়াদ পাশের উপজেলার কাচিনা যাচ্ছিল। পথে শিপ্রা গার্মেন্টের সামনে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হয়।
“অনিককে উদ্ধার করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে এবং রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও রাত ১১টার অনিক মারা যায়।”
ওসি জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।