ডেস্ক নিউজ
রমজান মাস শুরুর আগেই জেরুজালেমের আল-আকসা মসজিদ এবং এর আশপাশের এলাকায় নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করেছে ইসরাইল। মিডল ইস্ট আই-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, এবার মসজিদে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ থাকবে। শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে, আর তরুণদের জন্য প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হতে পারে।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে আলোচনা করেছে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত, পুলিশ, কারাগার কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর সঙ্গে।
নতুন বিধিনিষেধ অনুযায়ী:
মসজিদে প্রবেশ করতে পারবেন মাত্র কয়েক হাজার মুসল্লি, যদিও সাধারণত রমজানে এর সংখ্যা অনেক বেশি থাকে।
৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ৫০ বছরের বেশি বয়সী নারী এবং ১২ বছরের কম বয়সী শিশুরা প্রবেশের অনুমতি পাবেন।
শুক্রবারের জুমার নামাজে সর্বোচ্চ ১০,০০০ মানুষ অংশ নিতে পারবেন, তবে তাদের আগেভাগে অনুমতি নিতে হবে।
এই সিদ্ধান্তগুলোর চূড়ান্ত অনুমোদন আসন্ন কয়েকদিনের মধ্যেই দেওয়া হতে পারে। পরিস্থিতি অনেকাংশে গাজার বর্তমান যুদ্ধাবস্থার ওপর নির্ভর করবে। যদি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তবে পরিবেশ কিছুটা শান্ত থাকতে পারে। অন্যথায় উত্তেজনার শঙ্কায় ইসরাইলি বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।
আল-আকসা মসজিদ নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা
জেরুজালেমের আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। তবে এটি ইহুদি ও খ্রিস্টানদের কাছেও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত হয়। এই মসজিদে মুসলিমদের প্রবেশ নিয়ে প্রায়শই সহিংসতা দেখা যায়।
২০২১ সালের রমজানে, ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে আক্রমণ চালিয়ে শত শত মুসল্লিকে আহত করে। এরপরই ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা গাজায় ১০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের রূপ নেয়।
২০২২ সালের রমজানে, ইসরাইলি বাহিনী একাধিক অভিযান চালিয়ে মুসল্লিদের মসজিদ থেকে বের করে দেয়। তখন ইহুদি ধর্মীয় উৎসব পালনের জন্য মসজিদটি ফাঁকা করা হয়।
২০২৩ সালের রমজানে, ইসরাইলি কর্তৃপক্ষ মুসলিমদের প্রবেশাধিকারে আরও কড়াকড়ি আরোপ করে, যা গ্রেপ্তার ও সহিংসতার ঘটনা বাড়িয়ে দেয়।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজার যুদ্ধ শুরুর পর, ইসরাইল আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে মুসল্লিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এমনকি, ঈদুল আজহার দিনেও আল-আকসা মসজিদের উঠানে হামলা চালায় ইসরাইলি বাহিনী, যেখানে বহু মুসলিম বাধার মুখে পড়ে, মারধরের শিকার হয়।
গত কয়েক বছরে আল-আকসা মসজিদে ইসরাইলি আগ্রাসনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন করে রমজানে বিধিনিষেধ আরোপের এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।