ডেস্ক নিউজ
‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ
বাংলাদেশের ছাত্ররাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ছয় সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এ সংগঠনের, যার মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষা ঐক্য মুক্তি’।
নতুন এই সংগঠনের নেতৃত্বে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদার, যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। পাশাপাশি তিনি ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবেও কাজ করেছেন।
সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব করা হয়েছে জাহিদ আহসানকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক হিসেবে কাজ করছেন।
এছাড়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়াম, সিনিয়র সদস্যসচিব হিসেবে রিফাত রশীদ, কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির চৌধুরী, এবং সংগঠনের মুখপাত্র হিসেবে আশরেফা খাতুন দায়িত্ব পেয়েছেন। তাহমিদ ও আশরেফা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তবে, নতুন সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব না থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিকেলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, সংঘর্ষ, হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন সংগঠন কতটা প্রভাব বিস্তার করতে পারবে, আর তাদের কার্যক্রম কেমন হবে, তা এখন সময়ই বলে দেবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।