মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি):
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে চুরি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. বিকাল ৩টায় ক্রাইম কন্ট্রোল মিডিউল (CCM) কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সভাপতিত্ব করেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ এনায়েত কবির।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, "পঞ্চগড় জেলার মানুষ অত্যন্ত ভালো এবং ভদ্র। তবে আমি চাই সকলে আইন মেনে চলবে। আমি জনগণের সেবক হিসেবে ২৪ ঘণ্টা আপনাদের পাশে আছি। তবে কোন অবৈধ বা অনৈতিক কাজে আমি কখনো সমর্থন দেবো না।"
বাল্যবিবাহ বিষয়ে তিনি বলেন,
"১৮ বছরের নিচে কোন মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এটি আইনের পরিপন্থী এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি কেউ এ ধরনের বিয়ে আয়োজন করে বা অংশগ্রহণ করে, তাহলে তাৎক্ষণিক তেঁতুলিয়া মডেল থানায় জানাবেন।"
মাদক ব্যবসা ও সেবন বিষয়ে পুলিশ সুপার বলেন,
"মাদক সমাজ ধ্বংসের অন্যতম কারণ। ভজনপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। আপনার এলাকায় যদি কোন মাদক ব্যবসায়ী থাকে তাহলে দ্রুত পুলিশকে জানাবেন।"
তিনি আরও বলেন,
"পাথর উত্তোলনের জন্য কেউ যেন ডিল ডেজার মেশিন ব্যবহার না করে। এটি সম্পূর্ণ অবৈধ এবং প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর।"
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন,
"আপনার সন্তানকে সন্ধ্যার পরে বাইরে যেতে দেবেন না এবং ১৮ বছরের নিচে কারো হাতে স্মার্টফোন দিবেন না। এতে সন্তানরা বিপথে চলে যেতে পারে।"
অনলাইন ক্যাসিনো বিষয়ে তিনি বলেন,
"অনলাইন ক্যাসিনো একটি ভয়াবহ আসক্তি। কেউ যেন এই খেলায় অংশগ্রহণ না করে এবং অন্যকেও নিরুৎসাহিত করে।"
সভায় উপস্থিত এলাকাবাসী পুলিশ সুপারের বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।