সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):
খাগড়াছড়ির পানছড়িতে নিহত রুপসী চাকমার পরিবারকে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বুধবার ( ৫ মার্চ) দুপুর বারটায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকা উত্তর দুদুকছড়িতে গত ৩ মার্চ দুটি সশস্ত্র সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে নিহত গৃহবধূ রুপসী চাকমা'র(২২) পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহয়তা ও খাদ্য সামগ্রী এবং মৃতের কন্যা বন্দনা চাকমাকে নতুন পোশাক ও শিশু খেলনা প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি।
এসময় এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন। এছাড়াও, সন্ত্রাসীদের চিহ্নিত করতঃ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিজিবি'র অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে বলে উপস্থিত সকলকে অবহিত করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।