মুহাম্মদ তোয়াহার উদ্দিন (স্টাফ রিপোর্টার)
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বি এম চর ইউনিয়নের অন্যতম প্রাচীনতম বিদ্যাপীঠ( বি এ সুলতান কর্তৃক প্রতিষ্ঠিত) ভেওলা মানিক চর উচ্চ বিদ্যালয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অনুশীলন একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা, বর্তমান শিক্ষানীড়ের ম্যানেজিং ডিরেক্টর,অত্র এলাকার সমাজ সেবক আলহাজ্ব মরহুম মীর কাসেম মেম্বারের সৎযোগ্য সন্তান মুহাম্মদ সোয়াইবুল ইসলাম সবুজ। আজ ০৬/০৩/২৫ ইং চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড.বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। তার যোগ্য নেতৃত্বে ফিরে আসুক এই প্রতিষ্ঠানের হারানো ভাবমূর্তি এবং সফলতা, এ প্রত্যাশা অত্র এলাকার সুধী মহল সহ আমজনতার।। তিনি বর্তমান মাতামুহুরি সাংগঠনিক উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন বিশ্বস্ত সহচর। তাহার যোগ্য দিক নির্দেশনায় একটি সুন্দর গোছানো পরিপাটি পরিচালনা পর্ষদ গঠিত হবে বলে এলাকার সুধী মহল এবং আপামর জনতার অভিভাবকদের দৃঢ় বিশ্বাস। প্রাণের বিদ্যাপীঠের শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতে কারিগরের ভুমিকাটি হয়ে উঠুক বর্তমান সভাপতির স্বপ্ন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।