ডেস্ক নিউজ
বাংলাদেশে বর্তমানে ৯ ধরনের নোট ছাপানো হয়, এবং প্রতিটি নোটের ছাপানোর খরচ আলাদা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০০০ টাকার নোট ছাপাতে প্রায় ৫ টাকা, ৫০০ টাকার নোটে ৪ টাকা ৭০ পয়সা, ২০০ টাকার নোটে ৩ টাকা ২০ পয়সা, ১০০ টাকার নোটে ৪ টাকা, এবং ১০, ২০, ৫০ টাকার নোট ছাপাতে দেড় টাকা খরচ হয়। এছাড়া, ৫ ও ২ টাকার নোট ছাপাতে খরচ হয় প্রায় ১ টাকা ৪০ পয়সা। তবে সবচেয়ে বেশি ব্যয় হয় কয়েন তৈরিতে, যা কাঁচামালের দামের উপর নির্ভরশীল।
নগদ টাকার ব্যবহার কমানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে ডিজিটাল লেনদেনের দিকে অগ্রসর হচ্ছে। অতীতে ঈদ উপলক্ষে নতুন নোট ছাপানোর একটি প্রচলন থাকলেও, খরচ কমাতে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণত নতুন টাকা ছাপাতে বছরে প্রায় ৫০০ থেকে ৭০০ কোটি টাকা ব্যয় হয়।
দেশে ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে ‘বিনিময়’ নামের অ্যাপ, যা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লেনদেন সহজ করবে। এছাড়া, ‘বাংলা কিউআর’ প্রযুক্তির মাধ্যমে দোকানি ও গ্রাহকদের মধ্যে নগদবিহীন লেনদেনের ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে কিছু নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নকশায় পরিবর্তন আসবে, যেখানে নতুন কিছু প্রতীক যুক্ত করা হবে। সরকার ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে অনুমোদন দিয়েছে এবং নতুন নোট ছাপানোর কাজ শুরু হয়েছে। তবে এবারের ঈদে প্রচলিত নকশার নোটই বাজারে থাকবে। নতুন নোট মে মাসের মধ্যে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।