ময়মনসিংহ জেলা (স্টাফ রিপোর্টার)
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দক্ষিণে পাগলা থানার টাঙ্গাবর ইউনিয়নের তললী গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোঃ সাবিদ (২৪) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান রাকিব ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোঃ ইয়াসিন ও মেহেদি হাসান রাকিবের মধ্যে বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষের একপর্যায়ে ইয়াসিন গ্রুপের লোকজন মেহেদি হাসান রাকিবকে কুপিয়ে হত্যা করে। এ সময় মোঃ সাবিদ গুলিবিদ্ধ হন, যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।