ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলাধীন পূর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাহী কমিটি অনুমোদিত হয়েছে। আজ বুধবার ১৯/০৩/২০২৫ ইং তারিখ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক আদেশ/পত্র সূত্রে এ তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর ২০২৪ সালের প্রবিধান ৬২(৪) অনুসারে ০৩ বছরের জন্য ০৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নির্বাহী কমিটির সভাপতি পদে এম. শহীদুল ইসলাম চৌধুরী কে মনোনীত করা হয়। দাতা সদস্য হিসেবে জাফর আলম চৌধুরী কে মনোনীত করা হয়। অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ডা: মো: জাফর আলম ও মো: রহিম উল্লাহ কে মনোনীত করা হয়। তাছাড়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে মনোনীত হন।
চারটি শর্ত সাপেক্ষে এ নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। শর্তসমূহ হলো: (ক) এই নির্বাহী কমিটিকে মেয়াদ শেষ হওয়ার পূর্বে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত ৬২(৪) অনুসারে (স্বীকৃতি লাভের পূর্ব পর্যন্ত) নির্বাহী কমিটি গঠন করতে হবে; (খ) প্রবিধান ৫০ এর আলোকে বিদ্যালয়ের হিসাব পরিচালনা করতে হবে; (গ) প্রবিধান ৪২(২) অনুসারে পঞ্জিকাবর্ষের প্রতি তিন মাসে ম্যানেজিং কমিটির ন্যূনতম একটি সভা করতে হবে; (ঘ) প্রবিধান ৬২ এর উপবিধান ৮ অনুসারে নির্বাহী কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।