কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: রাসেল পিতা :ছালেহ আহমদ মাতা: আরজুমা বেগম গ্রাম: পশ্চিম সিকদার পাড়া গত ১৭/০৩/২০২৫ ইং তারিখ হইতে নিখোঁজ রয়েছেন।ব্যাক্তিগত ভাবে তাহার কোন শত্রু না থাকলে ও পিকেটাররা অপহরণ করে মুক্তিপন দাবি করার শঙ্খায় রয়েছে তার পরিবার। তাহার ব্যাক্তিগত মোবাইল নম্বর বাড়িতে রেখে গেছেন ।মো: রাসেল কাহারিয়া ঘোনার জনৈক এক মুরগির ফার্ম ব্যবসায়ীর ফার্মে নিয়মিত কর্মচারী ছিল। এ ব্যাপারে মুরগির ফার্মের মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,'রাসেল গত এক সপ্তাহ আগে পর্যন্ত তার কর্মস্থলে অনুপস্থিত '। এ ব্যাপারে চকরিয়া থানায় নিখোঁজ মো: রাসেলের পক্ষে তার পরিবার একটি জিডি করেন। জিডি নং ১০৩২। কোন মহত্তর লোক এই মো: রাসেল কে দেখলে বা সন্ধান পেলে নিম্নোক্ত মোবাইল নম্বরে ০১৮১৪৬৮৯৯৮৫ যোগাযোগ করার সবিনয়ে অনুরোধ জানাচ্ছেন তার পরিবার। ইতিমধ্যে বিভিন্ন নম্বরে বিকাশে টাকা দাবি করে ব্ল্যাক মেইল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।