বিক্রম হোসাইন কাব্য ( চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি) :
পবিত্র রমজান উপলক্ষে জীবননগর উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য পরিষদের কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এতে উপদেষ্টা কমিটি, পরিচালনা কমিটি এবং সাহিত্য পরিষদের সক্রিয় সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য মোঃ শাহজাহান কবীর ও মোঃ শামসুজ্জামান ডাবলু। এছাড়া, পরিচালনা কমিটির সভাপতি আল হাসান মোঃ আবু তালেব এবং সাধারণ সম্পাদক মোঃ রকিকুল ইসলাম বাবুসহ পরিষদের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা সাহিত্য, সংস্কৃতি ও সমাজের উন্নয়নে জীবননগর উপজেলা সাহিত্য পরিষদের ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, এই সংগঠন দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সাহিত্য পরিষদের কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও সংগঠনের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
সাহিত্য পরিষদের এই আয়োজনকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।