সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
র্যাব-৭ এর উদ্যোগে বাঁশখালীতে আত্মসমর্পণ করা সাবেক জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ
চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে একসময় জলদস্যুতার সাথে সম্পৃক্ত হয়ে পড়া মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়ার ১২৭ জন ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরে আসার পর র্যাব তাদের পাশে দাঁড়িয়েছে। ঈদ-উল-ফিতর উপলক্ষে র্যাব-৭ এর পক্ষ থেকে তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এবং বর্তমান জীবন-যাত্রা নিয়ে মতবিনিময় করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান উপহার সামগ্রী তুলে দেন। এসময় তিনি এবং অন্যান্য কর্মকর্তারা আত্মসমর্পণ করা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন ও তাদের জীবনমান উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্যাব-৭ এর উপ-পরিচালক মেজর মো. সাদমান সাকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।