সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):
খাগড়াছড়ি পানছড়িতে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) প্রভাতে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি'সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। থানা কর্তৃক ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধাদে সংবর্ধনা ও স্কুল- কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা পরিবার, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলা জামায়েত ইসলামী'র উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।