মোঃ রেদওয়ান (স্টাফ রিপোর্টার)
বড় মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়েছে বাংলাদেশের একদমই পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার।
শুক্রবারের এ ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৭।
মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে এ ভূমিকম্পে তাদের দেশে ৩ হাজার ৪০৮ জনের বেশি মানুষ আহত হয়েছে। নিহত হয়েছে ১ হাজার ৬৪৪ জন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থার আশঙ্কা ভূমিকম্পে দেশটিতে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।
মিয়ানমারের এ ভূমিকম্প বাংলাদেশেও কিছুটা অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এত বড় মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয় তবে অবস্থা হবে খুবই ভয়াবহ!
কারণ বাংলাদেশ খুবই ঘনবসতিপূর্ণ দেশ এবং বাড়ি-ঘর গুলো অনেকটাই অপরিকল্পিতভাবে নির্মিত। বিশেষ করে ঢাকা শহরের অবস্থা হবে খুবই ভয়াবহ।
বাংলাদেশে গত ৭৫ বছরে বড় কোন ভূমিকম্প না হলেও ছোট ছোট অসংখ্য ভূমিকম্পে বার বারই কেঁপে উঠেছে এ দেশ।
তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ বর্তমানে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন ভারত-বাংলাদেশ-মিয়ানমার অঞ্চলে সুবিশাল চ্যুতি বা ফল্ট থাকায় কোন দেশে ভূমিকম্প হলে তার পার্শ্ববর্তী দেশেও যে কোন সময় ভূমিকম্প হতে পারে।
ভূতাত্ত্বিকরা বলছেন বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার মত শক্তি জমা হয়ে আছে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের পরই ঢাকা ও রাজশাহী বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে।
সবচেয়ে কম ঝুঁকিতে আছে খুলনা ও বরিশাল বিভাগ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।