মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার) নোয়াখালীর হাতিয়া উপজেলায় মানুষের পকেট কাটা ও ঘাট বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
সোমবার (৩১ মার্চ) রাতে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে ঈদ আনন্দ মিছিল শেষে এক সমাবেশে তিনি বলেন, "হাতিয়ার মানুষের পকেটের দিকে যারা হাত বাড়াবে, তাদের হাত ভেঙে দেওয়া হবে।"
তিনি আরও বলেন, "ঈদের পর হাতিয়ার বিভিন্ন স্থানে নদী ভাঙনরোধে বস্তা ফেলা হবে। এটি শুধু আমার সমর্থকদের জন্য নয়, বরং হাতিয়ার সব মানুষের জন্য। তবে যারা ঘাট বাণিজ্যের নামে মানুষের পকেট কাটছে, তাদের সতর্ক করে দিচ্ছি। মোহাম্মদ আলী (আওয়ামী লীগের সাবেক এমপি)-র পরিণতি দেখুন, কোটি টাকা কামিয়ে এখন মশা মারার মেশিন নিয়ে ঘুরছেন। এসব করে লাভ হবে না।"
আন্তর্জাতিক সংস্থার সহায়তায় হাতিয়ায় ১৫ মেগাওয়াটের ওয়েভ এনার্জি প্রকল্প চালুর বিষয়ে সুখবর দেন আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, "হাতিয়ার সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে এখানকার মানুষকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবো। হাতিয়ার ব্লু ইকোনমি হবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্লু ইকোনমি, যা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।"
তিনি আরও বলেন, "হাতিয়ার আশপাশে নতুন চর জেগে উঠলে, তা কোনো ভূমিদস্যুকে দখল করতে দেওয়া হবে না। আমি বেঁচে থাকতে এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেব না। আমরা মানুষের মুক্তির জন্য লড়াই করেছি, এই সংগ্রাম চলবে।"
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, "কেউ আমাকে গালি দিলে তার সঙ্গে হাতাহাতিতে যাবেন না। বরং কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করবেন, কেনো গালি দিলেন। সমালোচনা আমাদের পরিশুদ্ধ করবে। আমরা হানাহানি, লাঠালাঠির রাজনীতি চিরতরে বন্ধ করবো। এর মাধ্যমেই হাতিয়ার মানুষের মুক্তি মিলবে।"
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।