সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):
পাহাড়ে বৈসাবীর আমেজে উৎসব মূখর। দুর্গম এলাকার শিশু কিশোরদের মাঝে বৈসাবি-র আনন্দ বিলিয়ে দিতে ব্যাতিক্রমি আয়োজন।পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গামনি কার্বারি পাড়ায় চেংঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান এর উদ্যোগে শিক্ষা ও খেলাধুলা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে সীমান্তবর্তী দুর্গামনি কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা'র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন প্রধান অতিথি হিসাবে ছিলেন।
উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন বলেন, পাহাড়ে বসবাসকারী অনেকেরই অন্যতম ও বড় উৎসব বৈসাবি ও বাংলা নববর্ষ । প্রত্যন্ত ও দুর্গম এলাকার শিশুকিশোরদের মাঝে আনন্দ ফুটিয়ে তুলতে চেঙ্গী চেয়ারম্যানের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এছাড়াও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের গুরুত্ব দেওয়ার আহবান জানান।
ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা এলাকায় ছাত্র-ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করে বলেন, সকল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা হবে। আগামী অর্থ বছরে দুর্গামনি পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের রাস্তা, মাঠ ও স্কুল সংস্কার করারও প্রতিশ্রুতি দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল বিকাশ চাকমা, কিরন বিকাশ ত্রিপুরা, ইউপি সদস্য সতিষ চাকমা, রুপক চাকমা, অল্পনা চাকমা, শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আমন্ত্রিত অতিথিগন দূর্গামনি কার্বারিপাড়া ও খরংচিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও খেলাধুলা উপকরণ স্কুল ব্যাগ,ফুটবল, সহ বিভিন্ন চিত্যবিনোদনের সামগ্রী বিতরণ করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।