মোঃ ছায়েদ আলী:শ্রীমঙ্গল প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে "দ্য ওয়ার্ড স্টফ ফর গাজা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে মৌলভীবাজার শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোড সড়ক গুলো র্যালী প্রদক্ষিন করে শ্রীমঙ্গল চৌমুহনীতে বিক্ষোভ করছেন ওলামাকেরাম সাধারণ ছাত্র জনতা সর্বস্তরের মুসলিম জনতা,(৭এপ্রিল রোজ সোমবার) দুপুর ২ ঘটিকা থেকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও মুসলিম জনতা শ্রীমঙ্গল থানা জামে মসজিদ সামনে জড়ো হয়ে, বিক্ষোভ শুরু করেন,বিক্ষোভে ছাত্র জনতা ও মুসলিম জনতা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষে সবাইকে এক হয়ে লড়াই করার জন্য আহবান জানান, এ সময় তারা নারায়ে তাকবির আল্লাহ আকবার লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো,, ওয়ান টু থ্রি ফোর, ইসরায়েল নো মোর"সহ নানা স্লোগান দেন, শ্রীমঙ্গল শিক্ষার্থী সর্বস্তরের মুসলিম জনতা, বিক্ষোভে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব শ্রীমঙ্গলের সকল ব্যবসায়ীদের ১.৩০মিনিট থেকে দোকান বন্ধ রেখে মিছিলে ও মানববন্ধনে যোগ দিয়েছেন, বক্তব্যে বলেন গাজায় যে গনহত্যা চালানো হচ্ছে সেটা কি বিশ্ব বাসি দেখছে না, আজ জাতিসংঘ কোথায়, মানবাধিকার কোথায়, যত মানবাধিকার কি শুধু তাদের বেলায়, আমরা ফিলিস্তিনের কর্মসূচীর সমর্থনে এখানে দাড়িয়েছি,
অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে, নাহলে আমরা যোদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।