সাইফুল ইসলাম সাগর(সিনিয়র রিপোর্টার):
রবিবার, ৭ এপ্রিল ২০২৫ — পটুয়াখালীর মহিপুরে ফিলিস্তিনে ইসরায়েলের চলমান নিষ্ঠুর হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন আসরের নামাজের পর মহিপুর বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলে হাজারো মানুষ অংশ নেন, যার মধ্যে ছিলেন শিক্ষার্থী, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ। তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা নিয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল যেভাবে নিরীহ নারী-শিশুদের হত্যা করছে, তা ইতিহাসের জঘন্যতম অধ্যায়।” বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রধান বক্তা মুফতী হাবিবুর রহমান মিজবাহ বলেন, “বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করা এবং দেশের জনগণের ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা সহজ করা।” তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা দ্রুত ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
অন্যান্য বক্তারাও ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকায় জুতাপেটা করে আগুন দিয়ে দাহ করেন।
বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের জনগণের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।