সাইফুজ্জামান (স্টাফ রিপোর্টার):
কালামৃধা বাজারে ওলামা আম জনতা ও ছাত্রসমাজের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১২ই এপ্রিল) সকাল দশ ঘটিকায়
গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ও ইসরাইলি পণ্য বয়কটের দাবীতে বিভিন্ন স্লোগানে কালামৃধা খাদেমুল ইসলাম মাদ্রাসা মসজিদ থেকে মাওলানা গেয়াস উদ্দিন সাহেবের সভাপতিত্বে মুফতী আব্দুর রহমান সাহেবের পরিচাল নায় পুরো বাজার কয়েক বার প্রদক্ষিণ করে অতপর কালামৃধা হাই স্কুলের সামনে এসে মুনাজাত এর মাধ্যমে সমাবেশ সমাপ্তি করে।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক বিমান হামলা ও নৃশংস গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারতে নামাজরত মুসল্লিদের উপর নির্যাতনের নিন্দা জানান।সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং ইসরাইলি পন্য বর্জনের ঘোষণা দেয়া হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মুফতী নেয়ামাতুল্লা সাহেব মাওলানা জামিল আহমেদ সাহেব মুফতী ইয়াছিন বারি সাহেব মাস্টার মুজিবুল হক সাহেব মুফতী সাব্বির রাইয়ান সাহেব প্রমুখ উপস্থিত ছিলেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।