মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁয় অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারণার অভিযোগে বিজিবি সদস্যসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলা পুলিশ সুপার শাফিউল সারোয়ার।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, দেশব্যাপী চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে এমন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার ডিবির একটি বিশেষ টিম জেলার বদলগাছি থানাধীন পোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে মোঃ ফরিদ হোসেন ও খায়রুল সরকার নামে দুই জন প্রতারককে গ্রেফতার করে। ফরিদ হোসেন চাকুরীরত বিজিবি সদস্য বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার আরো বলেন, ফরিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থায় চাকুরী প্রার্থীর নিকট থেকে চাকরি নিয়ে দেওয়ার আশ্বাসের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। খায়রুল ছিল তার সহযোগী উভয়ের পরস্পর যোগ সদস্যে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকুরী পাইয়ে দেওয়ার আশ্বাসে এক প্রার্থীর অভিভাবকের সাথে ৮ লাখ টাকায় চুক্তি করেন তাদের নিকট থেকে তিনটি ব্যাংকের স্বাক্ষরিত ফাকা চেক ও স্বাক্ষরিত তিনটি ১০০ টাকা মূল্য মানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
এছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের নিকট হইতে প্রতারণার কাজে ব্যবহৃত মর্মে সন্দেহে স্বাক্ষরিত ছয়টি ফাঁকা ব্যাংক চেক ও স্বাক্ষরিত নয়টি ১০০ টাকা মূল্য মানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।