রাজশাহী শহরের সাগরপাড়া কাঁচাবাজার এলাকার একটি ড্রেন থেকে বড়শি ফেলে ১০ কেজি ওজনের একটি মাগুর মাছ ধরেছেন স্বাধীন (২২) নামের এক যুবক।
একই স্থানে তাঁর বন্ধু শাকিব (২১) ধরেছেন আরও একটি মাগুর মাছ, যার ওজন সাড়ে সাত কেজি। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মাছ দুটি ধরা পড়ে।
স্বাধীন পেশায় একটি মোটরগাড়ির গ্যারেজের কর্মচারী, আর শাকিব একটি মুরগির দোকানে কাজ করেন। তাঁরা দুজনেই সাগরপাড়া মাছুয়া এলাকায় বসবাস করেন। মাছ ধরার সময় তাদের সঙ্গে আরও ১০-১২ জন তরুণ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগে মাছের পোনাভর্তি একটি ভ্যান উল্টে পড়ে যায়, যার পোনাগুলোর একটি অংশ ড্রেনে পড়ে যায়। দীর্ঘদিন ধরে ওই ড্রেনে মাছ ও মুরগির দোকানগুলোর বর্জ্য জমে থাকায় এসব মাছ বড় হয়ে উঠেছে বলে তাঁদের ধারণা। শুক্রবার রাতে সাগরপাড়া বাজারের ড্রেনের স্ল্যাব সরিয়ে বেশ কয়েকজন যুবক বড়শি ফেলে মাছ ধরতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীন বড়শিতে মাছ উঠানোর সময় মাছটি এতটাই ভারী ছিল যে, তিনি বাধ্য হয়ে ড্রেনে নেমে পড়েন। এতে তাঁর হাত-পা কিছুটা জখমও হয়। পরে তিনি মাছটি বাসায় নিয়ে যান।
শাকিবের মা সাইদা জিয়াসমিন সাগরী ছেলের ধরা মাছ দেখে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘কী বুলবো, খুবই আনন্দ হইছে। এত আনন্দ হইতেছে যে বুইলতে পারতেছি না।’
স্থানীয়রা আরও জানান, গত কয়েক দিন ধরেই ড্রেনের পানির স্তর কমে যাওয়ায় ভেতরে নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছিল। গত বুধবার প্রথমবার স্ল্যাব সরিয়ে কয়েকটি বড় মাগুর মাছ চোখে পড়ে এবং চারটি মাছ ধরা হয়। বৃহস্পতিবার ধরা পড়ে আরও তিনটি। শুক্রবার রাতে বড় মাছ ধরার খবর ছড়িয়ে পড়তেই এলাকার অনেক তরুণ ড্রেনে বড়শি ফেলে মাছ ধরতে ভিড় জমান।
স্বাধীন সূর্যোদয় / এএম
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।